রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন করা হল মালদায়। আর সেই যজ্ঞের উদ্যোক্তা স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। হ্যাঁ ঠিকই পড়ছেন। সম্প্রতি ২৭ ঘন্টা র্যাপিড জেরায় অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চ্যাটার্জী। আর তাতেই এই আয়োজন।
যজ্ঞের আয়োজন করে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, “উনি দ্রুত সুস্থ হয়ে ফের ED-র জেরার সামনে বসুক। মানুষের সামনে আসল সত্যিটা তুলে ধরুক।” তার সুস্থতা এই মুহুর্তে ভীষণ জরুরী। সোমবার বিকেলে পুরাতন মালদা থানার বুলবুল চন্ডি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে এই যজ্ঞের আয়োজন করা হয়।

এই যজ্ঞকে কেউ সিরিয়াস নিচ্ছে তো কেউ খিল্লির নজরে। তবে তিনি কতটা অসুস্থ তা খতিয়ে দেখেছে ভুবনেশ্বর এইমস। এইমসের ডাক্তাররা তাকে সুস্থ বলে ছাড়পত্র দিয়েছেন। এদিকে কোলকাতায় পিজিতে তাকে অসুস্থ ঘোষণা করা হলে আদালতের নির্দেশে গতকাল পার্থবাবুকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় ভূবনেশ্বরে।
প্রসঙ্গত, গত শনিবার নাকতলার বাড়িতে দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেফতার করেন ইডি অফিসারেরা। তার এক ঘনিষ্ঠ অর্পিতা মূখার্জীর বাড়িতে পাওয়া যায় বিপুল পরিমান সোনা প্রায় ৫০ লক্ষাধিক টাকার, এবং নগদ ২১ কোটি টাকা ও ২০ টি মোবাইল ফোন। ইডির দাবী, এই সমস্ত টাকা এসএসসি নিয়োগ জালিয়াতির টাকা। এমনকি টেট জালিয়াতিতেও তার নাম জড়িয়েছে।