Covid পরিস্থিতিতে IPL বন্ধ হওয়া উচিত; দাবি KKR সমর্থকদের

প্রতিদিনের বেড়ে চলা করোনা পরিস্থিতিতে ভারত মহামারীর মুখোমুখি; এই পরিস্থিতিতে চলছে আইপিএল। তবে আইপিএলে গ্যালারীতে কোনো দর্শক উপস্থিতি রাখা হয়নি; বায়ো বলয়ে রেখেই ক্রিকেট চলছে; আর সাথে চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।

এই মুহুর্তে কোলকাতায় বাড়তি করোনা পরিস্থিতি দেখে আইপিএল বন্ধ হও্যা উচিত বলে দাবী কিছু কেকেআর সমর্থকের। পয়েন্ট তালিকায় এই মুহুর্তে নীচের দিকে অবস্থান করছে তারা। এই মুহুর্তে দাঁড়িয়ে কেকে আরের পয়েন্ট ৪। ৬ ম্যাচে চার ম্যাচ হেরে তারা অবস্থান করছেন শেষের দিকে।

প্রতিদিনের বেড়ে চলা করোনা পরিস্থিতিতে ভারত মহামারীর মুখোমুখি; এই পরিস্থিতিতে চলছে আইপিএল। তবে আইপিএলে গ্যালারীতে কোনো দর্শক উপস্থিতি রাখা হয়নি; বায়ো বলয়ে রেখেই ক্রিকেট চলছে; আর সাথে চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।

প্রতিদিনের বেড়ে চলা করোনা পরিস্থিতিতে ভারত মহামারীর মুখোমুখি; এই পরিস্থিতিতে চলছে আইপিএল। তবে আইপিএলে গ্যালারীতে কোনো দর্শক উপস্থিতি রাখা হয়নি; বায়ো বলয়ে রেখেই ক্রিকেট চলছে; আর সাথে চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।

Leave a Comment