এই মুহুর্তে নেটিজেনের নজরে হট টপিক প্রিয়ংকা চোপড়া। বরাবর সমস্ত প্রতিবাদের মুখ থেকেছেন বলিউডের পরদেশী গার্ল। তেমনি যে কোনো উৎসব অনুষ্ঠানেও তাকে দেখা যায় ভক্তদের মাঝে সচেতনতা প্রসারে। দিওয়ালীর সময়ও তাকে দেখা গেছে সচেতনতা প্রচারে, বাজি পোড়াতে না করতে। কারণ তিনি নিজেও নিজের শ্বাসকষ্টের কথা স্বীকার করেছেন।
তবে, “হিপোক্রেসিরও সীমা থাকা উচিত। সেলিব্রিটি হয়েছেন যখন তারও দায়িত্ববোধ থাকা উচিত” এমন বক্তব্য নেটিজেনের। জ্ঞান দিচ্ছেন বাজি না পোড়াতে অপরদিকে তাকে দেখা যাচ্ছে পাবলিক প্লেসে সিগারেট টানতে। যিনি নিজে শ্বাসকষ্টে ভুগছেন আবার ভক্তের মধ্যে সচেতনতার জ্ঞান দিচ্ছেন তাই নিয়ে এক হাত নিয়েছে ভক্তরা।
সম্প্রতি ছিলো প্রিয়ঙ্কার ৪০ তম জন্মদিন। আর সেখানে বাজি পুড়িয়ে আলোর রোশনাই করে সেলিব্রেট দেখা গেছে এমনই প্রমাণ দিচ্ছে তার স্বামী নিক জোনাসের ইন্সটাগ্রাম। আর তাতেই আবার ট্রোল করছেন ভক্তকুল। এর আগে তার বিয়ের অনুষ্ঠানেও প্রচুর বাজি পোড়াতে দেখা যায়।

তবে এই নিয়ে প্রিয়ংকা বা নিকের কোনো প্রকার প্রতিক্রিয়া চোখে পড়েনি। সোশ্যাল মিডিয়ার জবাব কখনও দিতে দেখা যায় না প্রিয়ংকা কে।