ফেসবুকে মহিলা সাংবাদিকের নামে কটূক্তি করায় মামলা করা হলো The Bong Guy কিরণ দত্তের নামে। গত মঙ্গলবার গরফা থানায় কিরণ দত্তের নামে অভিযোগ দায়ের করেন ওই মহিলা সাংবাদিক। সাথে দেয়া হয় সেই কমেটের স্ক্রিণশটও। সাথে জানানো হয় লকডাউন গেলে তিনি আইনী পথে মানহানির মামলা করবেন।
চলচিত্র গান ইত্যাদি নিয়ে ট্রল করার জন্য The Bong Guy পরিচিত নাম। একাধিক এমন ভিডিও বানিয়ে ফেসবুকে জনপ্রিয়তা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ এই যুবকের। এদিন কোলকাতা মহানগরীর একটি ভিডিওতে তিনি এক সাংবাদিকের বিরুদ্ধে কমেন্ট করেন যেটা আপত্তিকর লাগায় তিনি মামলা দায়ের করেন।
গত রবিবার মহানগরী ২৪*৭ এর একটি ভিডিও প্রকশ করা হয় লকডাউনে ভাইরাল মুখ ম্রিদুল বাবুকে নিয়ে; যেখানে বলা হয় মৃদুল বাবু ট্রলের শিকার। যাই হোক তাই নিয়ে আপত্তি করেন বং গাই। তিনি বলেন ট্রল নয় বরং ভালো সেন্সে সবাই মজা করেছেন।

এই নিয়ে সাংবাদিকের সাথে মনমালিন্য এবং তিনি গড়ফা থানায় মামলা দায়ের করেন, এবং মহানগরী নিউজ পোর্টালে যার একটি নিউজ পোস্ট করা হয়।