সম্প্রতি প্রকাশ পেয়ে বিশ্বব্যাংকের ২০২০ ডেটা। প্রোপার স্যানিটাইজেশন ইন্ডেক্স। যেখানে অনেকটা পিছিয়ে ভারত। দূর্গম পাহাড়ি এলাকা ও বিহারের কিছু অনুন্নত অঞ্চলে প্রোপার স্যানিটাইজেশন যে এখনও পৌছায়নি তা বোঝাই যাচ্ছে। তবে সরকারের মিশন যে উর্ধমূখী তা রিপোর্টে বোঝাই যাচ্ছে।
সচ্ছ ভারত প্রকল্পে অনেকটাই স্যানিটাইজেশন সম্ভব হয়েছে। বর্তমানে ভারতের ৭১% স্যানিটাইজেশন সম্ভব হয়েছে যার গত পাঁচ বছরে প্রায় ১৪% বৃদ্ধি। যদিও ১০০ শতাংশ স্যানিটাইজেশনের আহ্বান জানিয়েছে সরকার।
তবে বরাবরের মত পিছিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তান কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশের হাল অনেক খারাপ। যেখানে দেশের প্রায় অর্ধেক মানুষের ঠিকঠাক স্যানিটাজেশন নেই। বাংলাদেশের মাত্র ৫৪ শতাংশ মানুষের Proper Sanitation (Wikipedia) রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বরাবর স্লাম করে এসেছে বাংলাদেশ/পাকিস্তান। ভারতের নাকি স্যানিটেশনের অভাব। যে দেশে মরুভূমি, পাহাড়,দূর্গম জঙ্গল থেকে কিছুই নেই সেসব দেশেও এমন হাল কিভাবে তবে? আঙুল উঠছে সেদেশের দিকে। একদলের মন্তব্য, “নিজে চালুনি হয়ে সূঁচের পশ্চাতের ছিদ্র গোনার কি মানে আছে?” অন্য একদলের দাবী “কলার পাতা দিয়ে ঘিরে বাঁশ ঝাড়ে হাগু করাকে কমোড ভাবা”।
তবে ভারতের ৭১% এর উন্নতি দরকার আর সেটা ২০২৪ এর মধ্যে সম্পূর্ণ করার মিশন নিয়েছে দেশ।